লেখকঃ আবিদ হাসান
আমাদের দেশে অনেেক পণ্ডিত মহাশয়গণ একটা পোস্ট বারবার করছেন সেটা হলো তুরস্কের বায়রাক্তার টিবি২ ড্রোন না কি পাইকারীহারে হারে রাশিয়ার এয়ার ডিফেন্সদ্বারা বারবার ভূপাতিত হচ্ছে।তুরস্কের বায়রাক্তার টিবি২
সাধারণত এই পোস্টটা ইন্ডিয়ান নিউজ পেপার থেকে সংগ্রহ করা হয়েছে সম্ভবত ডেইলি হান্টের অনলাইল পোর্টাল থেকে। সাধারণত এই ইন্ডিয়ান পোর্টালগুলো সঠিক খবর প্রকাশে অক্ষম বলা যায়।
ইন্ডিয়ার দুই-একটা পত্রিকা ছাড়া বাকি পত্রিকাগুলো মিথ্যা, ভুয়া বা অনুমানভিত্তিক তথ্যে পরিপূর্ণ। ইন্ডিয়ার বিশ্বাসযোগ্য পত্রিকার মধ্যে অন্যতম NDTv, এছাড়া আন্তর্জাতিক নিউজ পোর্টাল যেমনঃ Aljazeera, BBC, TRT World, CNN, Washington Post, News Weeks, Middle East monitor, Middle East Eye, Daily Sabah, Defense News এর মতো আন্তর্জাতিক মিডিয়াগুলো যেখানে এ বিষয়ে কোনো খবরই প্রকাশ করেনি সেখানে আমার মনে হয় কিছু পাতি ইন্ডিয়ান নিউজ ফলো করে সেই মিথ্যা নিউজগুলো জনগণের মাঝে না ছাড়ানো ভালো।
যখন Bayraktar TB2 ড্রোন নিয়ে জানার আগ্রহ জেগেছে তখন বলিঃ
আপনাদের নিউজের কোনো নির্ভরযোগ্য সোর্স আমি খুঁজে পাইনি। বরং ডেইলি সবাহ ও মিডিল ইস্ট আই আপনাদের ধারণার ঠিক বিপরীত খবর প্রকাশ করেছে যে,
"ইউক্রেন জানিয়েছে যে তুরস্কের ড্রোন যুদ্ধে সবচেয়ে বেশী ভূমিকা পালন করেছে।" (খবরঃ ডেইলি সবাহ ও মিডিল ইস্ট আই)
তুরস্ক এমন কোনো আলতু–ফালতু ড্রোন প্রযুক্তি তৈরি করিনি। এই প্রযুক্তি তুরস্ক কাছ থেকে ছিনিয়ে নিতে ইসরায়েল, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়ার মতো দেশের গোয়েন্দারা বিভিন্ন সময় তুরস্কের ইনজ্ঞিনিয়ারদের উপর হামলা চালিয়েছে। এর ফলস্বরূপ বিভিন্ন দেশে গোয়েন্দাদের আটকও করেছিলো তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT.
এই সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট The Historical Annals বা THA News এ।
আশা করি আপনি আপনার কিছুটা হলেও উত্তর পেয়েছেন।