২০২২সালে বিশ্বের সেরা ২০ সামরিক শক্তির তালিকা

লেখকঃ আবিদ হাসান
বিশ্বের সেরা ২০ সামরিক শক্তি
সেরা ২০ সামরিক শক্তি
গ্লোবাল ফায়ার পাওয়ারের ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে বিশ্বের মোট ১৪০টি দেশের সামরিক শক্তির র‍্যাঙ্কিং
গ্লোবাল ফায়ার পাওয়ার র‍্যাঙ্কিং সামরিক শক্তি এবং আর্থিক থেকে লজিস্টিক্যাল সক্ষমতা এবং ভৌগলিক বিষয়গুলো বিশ্লেষণ করে তৈরি করা হয়ে থাকে। 
পাওয়ার ইনডেক্স (PwrIndx) স্কোর নির্ধারণ করতে 50 টিরও বেশি স্বতন্ত্র বিষয় পর্যালোচনা করা হয়। 
বর্তমান বিশ্বের সেরা ২০ সামরিক শক্তির প্রকাশ করেছে গ্লোবাল ফায়র পাওয়ারের ওয়েবসাইটে।
০১. যুক্তরাষ্ট্র
০২. রাশিয়া
০৩. চীন
০৪. ভারত
০৫. জাপান
০৬. দক্ষিণ কোরিয়া
০৭. ফ্রান্স
০৮. যুক্তরাজ্য 
০৯. পাকিস্তান
১০. ব্রাজিল
১১. ইতালি
১২. মিসর 
১৩. তুরস্ক
১৪. ইরান
১৫. ইন্দোনেশিয়া
১৬. জার্মানি
১৭. অস্ট্রেলিয়া
১৮. ইসরায়েল
১৯. স্পেন
২০. সৌদি আরব

এই র‍্যাঙ্কিং এ সেরা পাঁচটি দেশে অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং ৬টি মুসলিম দেশ অবস্থান করছে সেরা ২০এর ভেতর। এছাড়া পাকিস্তান, ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে কিন্তু অবস্থান হারিয়ে এক ঘর করে পিছিয়ে গেছে তুরস্ক ও বাংলাদেশ। তুরস্কের অবস্থান ১১ থেকে পিছিয়ে ১৩ তে নেমেছে এবং বাংলাদেশ ৪৫ থেকে পিছিয়ে ৪৬ এ পা রেখেছে। কিন্তু সবাইকে তাক লাগিয়ে ইরানের অবস্থান পৌঁছেছে ১৪ নম্বরে সেই তুলনায় ইসরায়েল অনেক পিছিয়ে রয়েছে। ইসরায়েলর অবস্থান বর্তমানে ১৮ নম্বরে রয়েছে।
Previous Post Next Post