ইউক্রেনে রাশিয়ায় সামরিক হামলায় দেশটির বেসামরিক বাসিন্দারা চরম শঙ্কার মধ্য দিয়ে দিনযাপন করছেন। কখন বড় ধরনের বিস্ফোরণে প্রাণটা বেরিয়ে যায়! যায়! অবস্থা।
এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ৯ মাস আগের একটি টুইট।
গত বছরের মে মাসে ইসরাইলের ওপর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের অব্যাহত রকেট হামলার সময় ওই টুইটটি করেন জেলেনস্কি।
হামাসের হামলায় ইসরাইলের সাধারণ জনগণের দুঃখ-ভোগান্তির বিষয়টি তাকে আহত করে। সে কথা জানিয়ে টুইটে হামাসের রকেট হামলার প্রতিবাদ করে তা বন্ধ করতে বলেন জেলেনস্কি।
২০২১ সালের ১২ মে মাসে করা ওই টুইটে হ্যাসট্যাগ ইসরাইল দিয়ে ভলোদিমির জেলেনস্কি লেখেন
#ইসরাইলের আকাশ ক্ষেপণাস্ত্রে পরিপূর্ণ। কয়েকটি শহরে আগুন লেগেছে। ভুক্তভোগী আছেন। আহত হয়েছেন অনেকে। অনেক মানবিক ট্র্যাজেডি ঘটছে। শোক ও দুঃখ ছাড়া এসব দেখা অসম্ভব। জনজীবনের স্বার্থে অবিলম্বে এ উত্তেজনা বন্ধ করা প্রয়োজন।"
ওই টুইটে হাসিমউল্লাহ বেগ নামে এক পাকিস্তানি রিটুইট করেন। তিনি লেখেন,
একবার কৌতুক অভিনেতা, সবসময় একজন কৌতুক অভিনেতাই। যখন রুশ জোট কিয়েভ, খারকিভ এবং ওডেসা ধ্বংস করতে শুরু করবে, তখন আপনি এই কঠিন উপায়ে টের পাবেন।"
নিচে টুইটটির স্কিনশর্ট প্রমাণস্বরূপ উপস্থাপন করা হলোঃ
হাসিমউল্লাহর সেই টুইটের বক্তব্যই এখন বাস্তবে চলছে। হাড়ে হাড়ে টের পাচ্ছেন জেলেনস্কি।
এখন নিশ্চতভাবে জেলেনস্কির বাহিনী হামাসের সাথে তুলনা করা যেতে পারে আর ইউক্রেনবাসীকে নির্যাতিত ফিলিস্তিনদের সাথে কিছুটা হলেও তুলনা করা যায়। যদিও ফিলিস্তিনের মতো এতটা করুন পরিস্থিতি ইউক্রেনে তৈরি হয়নি।
এখন নিশ্চতভাবে জেলেনস্কির বাহিনী হামাসের সাথে তুলনা করা যেতে পারে আর ইউক্রেনবাসীকে নির্যাতিত ফিলিস্তিনদের সাথে কিছুটা হলেও তুলনা করা যায়। যদিও ফিলিস্তিনের মতো এতটা করুন পরিস্থিতি ইউক্রেনে তৈরি হয়নি।