এবার একসাথে ড্রোন তৈরি করবে তুরস্ক–চীন–পাকিস্তান

তুরস্ক, চীন, পাকিস্তান নতুন জোট তৈরি
তুরস্ক-চীন-পাকিস্তানের নতুন জোট
তুরস্ক, পাকিস্তান এবং চীন যৌথভাবে লয়াল উইংম্যান যুদ্ধ ড্রোন তৈরিতে কাজ করছে বলে দাবি করেছে পাকিস্তান ভিত্তিক গবেষণা সংস্থা পাকিস্তান স্ট্রাটেজিক ফোরাম।
এক টুইটার বার্তায় ফোরামটি জানায় যে অফিসিয়াল সোর্স থেকে তারা এই যৌথ প্রকল্প সম্পর্কে নিশ্চিত হয়েছে।

লয়াল উইংম্যান যুদ্ধ ড্রোন হচ্ছে এমন কিছু ড্রোন যা পাইলট পরিচালিত একটা যুদ্ধ বিমানের সাথে উড়বে এবং সেই পাইলটের কমান্ডে একটা বিমান বহর হিসেবে কাজ করবে এবং শত্রুকে আক্রমন করতে সক্ষম হবে।

ZF–1 Viper
ZF–1 VIPER
একজন পাইলট আকাশে অনেকগুলো বিমান পরিচালনা করবে। যদিও এই যৌথ প্রকল্প সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি তবে ধারনা করা হয় যে ২০২৫ সাল‌ নাগাদ সার্ভিসে আসবে এই এয়ারপাওয়ার টিমিং সিস্টেম (ATS)।
তিন দেশই এই মানবচালিত-মানবহীন বিমান বহর সিস্টেমের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির কাজও ইতিমধ্যে শুরু করে দিয়েছে।
এই তিন দেশ ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, রাশিয়া এবং ভারত এই ATS বা লয়াল উইংম্যান যুদ্ধ ড্রোন তৈরিতে কাজ করছে।

ZF–1 Viper
UAS–G Protect
Previous Post Next Post