করোনার মাঝেও পর্যটক বাড়ছে তুরস্কে

লেখকঃ আবিদ হাসান

করোনার মাঝেও পর্যটক বাড়ছে তুরস্কে
তুরস্কের সৌন্দর্য
করোনার মাঝেও বেড়েছে তুরস্কে পর্যটক সংখ্যা। ২০২১সালে তুরস্কে পর্যটকের সংখ্যা প্রকাশ করেছে তুরস্ক। তুরস্ক বলছে শুধু ২০২১ সালে করোনা মহামারীতে সারা পৃথিবী যখন টালমাতাল তখন তুরস্ক সফর করেছে প্রায় ৩ কোটি বিদেশি পর্যটক।

২০১২ থেকে ২০২১সাল পর্যন্ত তুরস্কের পর্যটকের একটা হিসাব দেখিয়েছে তুরস্কের টিভি আনাদলু এজেন্সির দক্ষিণ এশিয়া বিষায়ক গবেষক সারোয়ার আলম।
তিনি জানান ২০১২–২০১৫ পর্যন্ত প্রতিবছর তুরস্কের পর্যটক সংখ্যা গড়ে ২কোটি ৫০লাখের বেশী ছিলো। কিন্তু ২০১৬সালে হটাৎ তুরস্কে ১কোটি পর্যটক কমে পর্যটক সংখ্যা দাড়ায় ২কোটি ৫৩লাখ।
২০১৭ সালে আবার পর্যটক বেড়ে ৩কোটি ২৪লাখ হয়।
কিন্তু ২০১৮সাল পর্যটক এত পরিমাণ বাড়ে যে তা প্রায় ৪কোটির কাছাকাছি পৌঁছায়। 
আর ২০১৯সালে এসে তুরস্কের জনগণ জনগণ তাদের ইতিহাসের রেকর্ড সংখ্যক পর্যটক দেখে যার সংখ্যা ৪কোটি ৫০লাখ। 
কিন্তু ২০২০সালে করোনা মহামারীতে নানা বিধিনিষেধ থাকায় পর্যটক সংখ্যা রেকর্ড সংখ্যক কমিয়ে ফেলে তুরস্কের সরকার। ২০২০সালে তুরস্কে সর্বমোট ১কোটি ৫৮লাখ পর্যটক ঢুকতে দিয়েছে।

কিন্তু ২০২১সালে বিধিনিষেধ শিথিল করায় তুরস্ক আবার স্বাভাবিক পর্যটন শিল্পে ফিরে গিয়ে ৩কোটি পর্যটক পেয়েছে দেশটি।
Previous Post Next Post