আরব আমিরাতে অস্ত্র বিক্রি করতে আমেরিকা কি হুথিদের ব্যবহার করছে?

লেখকঃ সারোয়ার আলম 
(আনাদলু এজেন্সির দক্ষিণ এশিয়া বিষায়ক গবেষক)

আরব আমিরাতে অস্ত্র বিক্রি করতে আমেরিকা কি হুথিদের ব্যবহার করছে?
সংযুক্ত আরব আমিরাত বা UAE

আরব আমিরাতে অস্ত্র বিক্রি করতে আমেরিকা কি হুথিদের ব্যবহার করছে? এ প্রশ্ন মনে আসার অন্যতম কারণ Raytheon Technologies কম্পানির CEO এর বক্তব্য।

গত কয়েক সপ্তাহ ধরে আরব আমিরাতে অপ্রত্যাশিতভাবে ইয়েমেনই হুথি বিদ্রোহীরা ড্রোন হামলা করছে বলে খবর আসছে। এই হামলায় আমেরিকার মহাকাশ  এবং অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি Raytheon Technologies মহা খুশি।

কোম্পানিটির CEO Gregory J.Hayes বলেছেন, "ঐ হামলার পরে আমিরাতে তাদের অস্ত্র বিক্রি বাড়ছে।"
ওদিকে প্রথম হামলার পরপরই ইসরাইল আরব আমিরাতের নিরাপত্তায় সব ধরণের সহযোগিতা দিবে বলে ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগ আরব আমিরাত সফর করে নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠায় তাদের প্রতিশ্রুতি পুনব্যক্ত করেছেন। তার সফর শেষে আমিরাতে আবার আক্রমণ করেছে হুথিরা। অনেক প্রশ্ন আছে সেখানে?

Previous Post Next Post