(আনাদলু এজেন্সির দক্ষিণ এশিয়া বিষায়ক গবেষক)
সৌদি আরবের পতাকা |
সৌদি আরবের শুরা কাউন্সিল দেশটির পতাকা, রাষ্ট্রীয় প্রতীক এবং জাতীয় সঙ্গীত সিস্টেমে পরিবর্তন আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির অনলাইন পত্রিকা সাবাক। এই পরিবর্তন কি শুধু মাত্র এগুলো ব্যবহারবিধিতে হবে নাকি পতাকায় আমূল পরিবর্তন নিয়ে আসা হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে কিছু সংবাদমাধ্যম ধারণা করছে সৌদি তার পতাকা থেকে কালিমা লেখা উঠিয়ে ফেলতে পারে।
কয়েকদিন আগে আবার দেশটি তার প্রতিষ্ঠা দিবস এবং সন পরিবর্তন করেছে। এতদিন ধরে আমরা জানতাম সৌদি আরবের জন্ম হয়েছে উসমানীয় সম্রাজ্য ভেঙ্গে যাওয়ার পর। সে অনুযায়ী দেশটির জন্মসাল ২৩শে সেপ্টেম্বর ১৯৩২। কিন্তু এখন নতুন আইনে এই জন্মসাল দুইশ বছর পিছিয়ে ১৭৭২ সালে নিয়ে যাওয়া হয়েছে। এখন থেকে সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস ধরা হবে ১৭৭২ সালের ২২শে ফেব্রুয়ারিকে।