রাশিয়া–ইউক্রেন উত্তেজনার মাঝে কাতারের আমিরের আমেরিকা সফর

লেখকঃ সারোয়ার আলম 
(আনাদলু এজেন্সির দক্ষিণ এশিয়া বিষায়ক গবেষক)

রাশিয়া–ইউক্রেন উত্তেজনার মাঝে কাতারের আমিরের আমেরিকা সফর
কাতার-যুক্তরাষ্ট্র

কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল থানি আমেরিকা সফর করেছেন।

বাইডেনের সাথে বৈঠক করেছেন। আমেরিকার বোয়িং কোম্পানি থেকে ২৫টি 737MAX যাত্রীবাহী বিমান এবং ৩৪টি 777X কার্গো বিমান কেনার চুক্তি হয়েছে কাতার এয়ারলাইন্সের সাথে।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কাতারকে ন্যাটোর বাইরে প্রধান মিত্রদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন।

সম্ভাব্য ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কাতার যেন ইউরোপকে পর্যাপ্ত পরিমাণ LNG  গ্যাস সাপ্লাই দেয় সে বিষয়েও আলোচনা হয়েছে। হয়তো গোপন চুক্তিও হয়েছে।

Previous Post Next Post