কাবুল বিমানবন্দর পরিচালনার দায়িত্ব তুরস্কের হাতে তুলে দিলো তালেবান

লেখকঃ সারোয়ার আলম

কাবুল বিমানবন্দর পরিচালনার দায়িত্ব তুরস্কের হাতে তুলে দিলো তালেবান
তুরস্ক ত্রান পাঠাচ্ছে যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তানে
তালবানের এক নির্ভরযোগ্য সূত্রের তথ্যমতে, "কাবুল বিমান বন্দরের পরিচালনার এবং নিরাপত্তার দায়িত্ব তুরস্ক এবং কাতারের হাতে ছেড়ে দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তালেবান। আগামী কয়েকদিনের মধ্যে মূল চুক্তি স্বাক্ষরিত হতে পারে।"

আফগানিস্তানের উদ্দেশ্যে ত্রানসহ যাত্রা করছে
আফগানিস্তানের উদ্দেশ্যে ত্রানসহ যাত্রা করছে 
তাছাড়া আফগানিস্তানে জরুরি ত্রাণ সহয়তা পাঠাতে গত কয়েকদিন আগে তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ান একটা ডিক্রি জারি করেন। তারপর সরকারী বেসরকারি ১০ টা  সংস্থা একযোগে  "আফগানিস্তানে সহযোগিতা" ক্যাম্পেইন চালু করে। আফগানিস্তানে সহযোগিতা" ক্যাম্পেইন চালু করে। 

তুরস্ক থেকে আফগানিস্তান
তুরস্ক থেকে আফগানিস্তান
যদিও তুরস্কের অনেক সংস্থা গত ২৫ বছর ধরে আফগানিস্তানে ত্রাণ সহযোগিতা অব্যাহত রেখেছে। তবে এবার একত্রে ক্যাম্পেইন চালায় সবাই। গত তিনদিন আগে আফগানিস্তানে ৭৫০ টন ত্রাণ পাঠায় তুরস্ক। ২ টি ট্রেনের ৪৭টি বগিতে করে এই জিনিসপত্রগুলো পাঠানো হয়। ট্রেনটি ইরান এবং তুর্কমেনিস্তানের উপর দিয়ে  ৪ হাজার ১৬৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১৬ দিন পরে গিয়ে আফগানিস্তান পৌছবে। 
এখন থেকে প্রতি ১৫-২০ দিন পরপর আফগানিস্তানে এরকম ত্রাণভর্তি ট্রেন যাবে তুরস্ক থেকে।

তুরস্কের থেকে আফগানিস্তানে ট্রেন যাওয়ার ম্যাপ
তুরস্কের থেকে আফগানিস্তানে ট্রেন যাওয়ার ম্যাপ
 
আফগানিস্তান নিয়ে অনেক আগে কিছু আলোচনা করেছিলেন আনাদলু এজেন্সির দক্ষিণ এশিয়া বিষায়ক গবেষক সারোয়ার আলম তালেবানের ক্ষমতায় আসার পরে কি ধরণের সমস্যায় পড়তে পারে, তুরস্কের সাথে সম্পর্ক কেমন হবে, পাকিস্তানের সাথে সম্পর্কের কেন টানাপড়েন হবে, তালেবানের নিজেরদের মধ্যে কি ধরণের ঝামেলা হতে পারে। সেই ভিডিওগুলো তারা ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন। 
Previous Post Next Post