আফ্রিকায় হটাৎ কেনো ফ্রান্স বিরোধীতা?

লেখকঃ সারোয়ার আলম
(আনাদলু এজেন্সির দক্ষিণ এশিয়া বিষায়ক গবেষক)
আফ্রিকার দেশগুলোতে হটাৎ কেনো ফ্রান্স বিরোধীতা?
মালি ও বুরকিনা ফাসো
আফ্রিকায় ফ্রান্স বিরোধীরা জেগে উঠতে শুরু করেছে। আলজেরিয়ার পরে এবার মালি এবং বুরকিনা ফাসো ফ্রান্সের বিরুদ্ধে দাঁড়িয়েছে।
বুরকিনা ফাসোর বিদ্রোহী সেনারা দেশটির ফরাসি-ঘেঁষা প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করেছে।

আর মালি-তো আরো একধাপ এগিয়ে। মালির সরকার গতকাল নোটিশ জারি করে বলেছে যে,
সব ফ্রেন্স সৈন্য, ডিপ্লোম্যাট, এবং ফরাসি নাগরিকে ৭২ ঘন্টার মধ্যে মালি ছাড়তে হবে।
মালি, ফ্রান্সের সাথে সব ধরনের সামরিক, অর্থনৈতিক এবং কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। এতদিন ফ্রেন্স ছিল দেশটির রাষ্ট্রভাষা সেটাও বাতিল করেছে বর্তমান সামরিক সরকার। এখন থেকে স্থানীয় Bambara-কে একমাত্র রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হবে। এছাড়াও ডেনমার্ক সহ ইউরোপের সব সৈন্যকে দেশ ত্যাগ করতে বলেছে মালি। এখন হয়ত দেশটিতে আন্তর্জাতিক অবরোধ-নিষেধাজ্ঞা আসবে। এগুলোর বিরুদ্ধে কতদিন টিকে থাকতে পারে দেখার বিষয়।
Previous Post Next Post