তুরস্ক নাকি ভারত কে এগিয়ে মালয়েশিয়ার যুদ্ধ বিমান কেনার টেন্ডারে?

লেখকঃ সারোয়ার আলম
(আনাদলু এজেন্সির দক্ষিণ এশিয়া বিষায়ক গবেষক)

তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে তৈরি একসাথে ট্রেইনার ও যুদ্ধ বিমান HÜRJET
HÜRJET
তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একাধারে ট্রেনার ও যুদ্ধ বিমান HÜRJET মালয়েশিয়ার টেন্ডার জিতেছে মর্মে যে খবরগুলো প্রচার করা হচ্ছে তা সঠিক না।
মালয়েশিয়ার সেই টেন্ডারে তুরস্কের HÜRJET এবং ভারতের Tejas এগিয়ে আছে।
তবে মালয়েশিয়ার সব চাহিদা পূরণ করতে তুরস্কের কোম্পানি অন্য সবার চেয়ে বেশি এগিয়ে। এ কারণে তুরস্ক আশা করছে টেন্ডারটি হুরজেট-ই জিতবে এবং সে ভাবেই প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এখনও যেহেতু টেন্ডারের ফলাফল ঘোষণা হয়নি তাই তুরস্ক এই টেন্ডার জিতেছে বললে ভুল হবে।
Previous Post Next Post