লেখকঃ সারোয়ার আলম
(আনাদলু এজেন্সির দক্ষিণ এশিয়া বিষায়ক গবেষক)
তুরস্কে ইরানের গ্যাস সাপ্লাই বন্ধ |
প্রচন্ড শীতে কাঁপছে তুরস্ক। রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে অনেক এলাকায়। মে কারণে গ্যাস এবং বিদ্যুতের চাহিদা আকাশচুম্বী। ঠিক সেই মুহূর্তে তুরস্কে গ্যাস সাপ্লাই বন্ধ করে দেয় ইরান। প্রথমে ঘোষণা দেয় যে, পাইপলাইনে সমস্যার কারণে গ্যাস সাপ্লাই দিতে পারছে না। ১০ দিন সাপ্লাই বন্ধ থাকবে। পরবর্তিতে জানা যায় যে পাইপলাইনে কোনো সমস্যা নেই।
এ প্রশ্ন সবার মনে। ইরান থেকে তুরস্কে দৈনিক গ্যাস সরবরাহের পরিমাণ ২৮.৫ মিলিয়ন। এই গ্যাস সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সরকার শিল্প কারখানায় গ্যাস সাপ্লাই বন্ধ করে দিতে বাধ্য হয়। বিভিন্ন জায়গায় স্বল্প সময়ের (২০-২৫ মিনিটের) লোডশেডিং হচ্ছে। এই গ্যাস সমস্যা সমাধানে ইরানের প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন এরদোয়ান। আশা করছেন দশ দিনের মধ্যে সরবরাহ শুরু হবে।
তাহলে তুরস্কের এই শীতের সংকটে ইরান গ্যাস সাপ্লাই বন্ধ কেন?
ইরানেও প্রচুর ঠান্ডা পড়েছে। উৎপাদিত গ্যাস দিয়ে দেশের মধ্যের চাহিদা পূরণকরতেই হিমশিম খাচ্ছে তাই বাইরে সাপ্লাই বন্ধ করে দিয়েছে।
তবে আসল সত্যটা জানানো হয়নি এখনও। ইরান এবং তুরস্কের উচিত ছিল সত্যটা জানানো। তা না হলে অনেকেই মনে করবেন যে এই পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে তৈরি একটা সমস্যা। এবং তুরস্ক-ইসরাইল সম্পর্ক উন্নয়নের বিরুদ্ধে ইরানের প্রথম পদক্ষেপ।
তুরস্কের সমাধানঃ তেল-গ্যাসে বিদেশ নির্ভরতা কমিয়ে আনা। সেটাও ২০৩০ এর আগে সম্ভব না।