আসলেই কি পাকিস্তান-তুরস্কের চুক্তি বাতিল হচ্ছে?

লেখকঃ সারোয়ার আলম
(আনাদলু এজেন্সির দক্ষিণ এশিয়া বিষায়ক গবেষক)

T129 Attack Helicopter
টি-১২৯ এটাক হেলিকপ্টার
পাকিস্তান তুরস্ক থেকে ৩০ টি T129 এটাক হেলিকপ্টার কেনার চুক্তি বাতিল করেছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন ওয়েবসাইট বা দেশীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যে দাবি করেছে তা পুরোপুরি ভুল বলা জানা গেছে।
বিষয়টি প্রথম পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পরিচালক মেজর জেনারেল বাবর ইফতেখারের এক বক্তব্যের মাধ্যমে সামনে আসে। তিন অনেক লম্বা একটা প্রেস ব্রিফিং-এ বিষয়টি নিয়ে কথা বলেন। সেখানে তিনি যে বাক্যটি ব্যবহার করেন সেটা হচ্ছে, এরকম "We have moved on from the deal with Turkey." যার একটা অর্থ দাঁড়ায়, "আমরা তুরস্কের সাথের চুক্তিটি থেকে সরে এসেছি।" একই সাথে তিনি এটাও যোগ করেন যে তারা চীনের Z10ME গানশিপ হেলিকপ্টার কেনার ব্যপারে আলোচনা করছে।
তার এই আলোচনা থেকে অনেক গণমাধ্যম "পাকিস্তান তুরস্ক থেকে T129 হেলিকপ্টার কেনার চুক্তি বাতিল করেছে" মর্মে খবর প্রচার করে। এরপর দুই দিন ধরে না পাকিস্তান, না তুর্কি কেউই এই বিষয়ে কোন কথা বলেনি। দুই দিন পরে বাবর ইফতেখার বলেন যে তারা চুক্তিটি বাতিল করেননি। তার কথা গণমাধ্যমে ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে।

তবে আমার কথা হচ্ছে, ২০১৮ সালে চুক্তি করেও যেহেতু আমেরিকার অনুমতি না মেলার কারণে তুরস্ক এই ৩০ টি হেলিকপ্টার পাকিস্তানকে দিতে পারছে না। নিকট ভবিষ্যতেও এই বিক্রিতে আমেরিকার অনুমতি পাওয়ার সম্ভাবনা নেই। তাই এই চুক্তি এখন আসলে মৃত একটা চুক্তি। আনুষ্ঠানিক ভাবে হয়ত বাতিল করেনি পাকিস্তান।

কিন্তু তারা আর কতো কাল এই অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করবে? এ কারণে এখন তারা চীনের দিকে ঝুঁকছে। সুতরাং চুক্তি হয়তো অফিসিয়াল ভাবে বতিল হয়নি কিন্তু এটা এখন একটা মৃত চুক্তি।
Previous Post Next Post