(আনাদলু এজেন্সির দক্ষিণ এশিয়া বিষায়ক গবেষক)
HALKBANK |
এবার তুরস্কের হাল্ক ব্যাংক বা জনতা ব্যাংকের বিরুদ্ধে আমেরিকার একটি আদালতে চলমান মামলা স্থগিত করলো দেশটির সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আমেরিকার নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সাথে অর্থ লেনদেন করার অভিযোগে তুরস্কের সরকারি Halk Bank (জনতা ব্যাংক)এর বিরুদ্ধে মামলা করা হয় আমেরিকার একটা ফেডারেল আদালতে। সে আদালতে অনেক দিন ধরে চলে মামলাটি। এবং আদালতের গতিবিধি দেখে মনে হচ্ছিল ব্যাংকটিকে বড় পরিমাণের একটা জরিমানার মুখে ফেলবে। এর বিরুদ্ধে ব্যাংকটি সুপ্রিম কোর্টে আপিল করে এবং “Foreign State Immunity Law” এর অধীনে এই ব্যাংকের বিরুদ্ধে কোন মামলা করার সুযোগ নেই বলে দাবি করে।
কিন্তু ফেডারেল কোর্ট মামলা চালিয়ে যেতে মনস্থির করে। এবার সুপ্রিম কোর্টের ওই শুনানি শেষ না হওয়া পর্যন্ত ফেডারেল কোর্টের মামলাটি স্থগিত করার আদেশ দেয় আপিল বিভাগ। তুরস্ক আশা করছে সুপ্রিম কোর্ট ব্যাংকটিকে খালাস দিবে অথবা কম শাস্তি দিবে।
এখন বাকিটা দেখার বিষয় যে আমেরিকান সুপ্রিম কোর্ট কি সিন্ধান্ত নেয়? বা তুরস্কের ইতিহাসে সেরা রাজনীতিবিদ বা নেতা রিসেপ তায়েপ এরদোগানই বা কি সিন্ধান্ত নেয়?