লেখকঃ সারোয়ার আলম
(আনাদলু এজেন্সির দক্ষিণ এশিয়া বিষায়ক গবেষক)
কাজাখাস্তানের সরকার বিরোধী বিক্ষোভ |
কাজাখস্তানে রক্তাক্ত বিক্ষোভের সর্বশেষ অবস্থা কি তা জানানোর চেষ্ঠা করে তুরস্কের রাষ্টীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সির সাংবাদিক সারোয়ার আলম।
কাজাখস্তানের রাষ্ট্রপতি কাসিম জোমারত তোকায়েভ দাবি করেছেন যে সার্বিক পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে এসেছে। দেশটির প্রায় সবজায়গায়ই আইন শৃঙ্খলা পুণঃপ্রতিষ্ঠিত হয়েছে। তবে তার মতে এখন অনেক জায়গায় "সন্ত্রাসীরা" সাধারণ জনগণের জানমালের উপর হামলা চালাচ্ছে তাই তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোন ধরণের হুশিয়ারি ছাড়াই বিক্ষভকারিদের উপর গুলি চালানোর অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৮ জন সদস্য নিহত হয়েছে। ৭৪৮ জন আহত হয়েছে। ৩ জন পুলিশের গলাকাটা লাশ পাওয়া গেছে। সরকারি হিসেবে অনুযায়ী এখনো কোনো সাধারণ বিক্ষোভকারী নাকি মারা যায়নি। তবে ২৬ জন অস্ত্রধারী বিক্ষোভকারী নিহত হয়েছে। কমপক্ষে ৩,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে।
রাশিয়ার নেতৃত্বে যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার ২,৫০০ সৈন্য দেশটিতে এখন অবস্থান করছে। পরিস্থিতি পুরোপুরি শান্ত না হওয়া পর্যন্ত তারা কাজাখস্তানে থাকবে।
চীন বলেছে এগুলো কাজাখস্তানের অভ্যন্তরীণ বিষয় তাই তারা নাক গলাবে না। তবে চীন আশা করে পরিস্থিতি অচিরেই শান্ত হবে।
এদিকে আমিরকা সেখানে রাশিয়ার সেনা উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আমেরিকা নাকি রুশ সেনাদের গতিবিধির উপর লক্ষ্য রাখছে!
এই ছিলো সর্বশেষ পরিস্থিতি। আমরাও কাজাখাস্তানে শান্তি কামনা করি।