লেখকঃ সারোয়ার আলম
(আনাদলু এজেন্সির দক্ষিণ এশিয়া বিষায়ক গবেষক)
চিত্রঃ তুর্কি পতাকা |
গত চার বছর ধরে জেলে থাকা ওসমান কাবালা নামক একজন ব্যবসায়ী মুক্তির দাবিতে গত সপ্তাহে এক যৌথ বিবৃতি দেয় আমেরিকা সহ আমেরিকার সম্ভব মোট দশটি দেশের রাষ্ট্রদূতরা। তাদের সে বিবৃতিতে পরোক্ষভাবে তুরস্কে কিছুটা হুমকিও দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয় তুরস্কের সরকার।
শেষ পর্যন্ত দেশটির রাষ্ট্রপতি এরদোয়ান আজকে ঘোষণা দেন যে ওই রাষ্ট্রদূতদেরকে তুরস্কে অবাঞ্চিত ঘোষণা করা হবে। সেই বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, ফ্রান্স, সুইডেন, কানাডা, নরওয়ে এবং নিউজিল্যান্ড। আশ্চর্যজনকভাবে সেই দলে নেই যুক্তরাজ্যের রাষ্ট্রদূত।