লেখকঃ ORiOnShuNtEr
বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, যে হ্যাকার গ্রুপটি ফেইসবুক এর ব্যবহারকারী এবং সাইটটির কোনো ক্ষতি করতে না পারলেও তারা সাইটটির ডোমেন নেম এর কিছু তথ্য পরিবর্তন করতে সামর্থ্য হন।
হ্যাকার গ্রুপটি সাইটটির শুধু whois ইনফরমেশন এর ইমেইল এবং যোগাযোগ তথ্য পরিবর্তন করতে সক্ষম হলেও তারা দাবি করেছেন তারা আরও কিছুক্ষণ সময় পেলে পুরো নেম সার্ভারই পরিবর্তন করে ফেলতে পারতেন । আর এটা করা সম্ভব হলে ফেইসবুক কোম্পানিকে চরম মাশুল গুনতে হতো । ফেইসবুক অফিশিয়াল সূত্রে জানা গেছে তারাও এই পরিবর্তনটি লক্ষ্য করেছেন। তবে তারা নিশ্চিত করেছেন সাইটটি সম্পূর্ন সুরক্ষিত আছে এবং এর ব্যবহারকারীদের তথ্য এবং ডাটার কোনো ক্ষতি হয়নি Syrian Electronic Army (SEA) এর আগে মাইক্রোসফট এর ব্লগ এবং টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ।
এছাড়া ও তারা বারাক ওবামার টুইটার ও ফেইসবুক অ্যাকাউন্ট, BBC News, the Associated Press, National Public Radio, Al Jazeera, Financial Times, The Daily Telegraph, The Washington Post, Syrian satellite broadcaster, Orient TV, দুবাইয়ের al-Arabia TV, Human Rights Watch, GesViber I, Tango এর অসংখ্য অ্যাকাউন্ট হ্যাক করে।
[বিশেষ দ্রষ্টব্যঃ লেখাটি বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস এর ম্যাগাজিন The Black Heat থেকে সংগৃহীত]
Tags:
অন্যান্য