তুরস্ক ইরান গ্যাস বন্ধের ইস্যুতে কোনটা সত্য আর কোনটা মিথ্যা?

লেখকঃ সারোয়ার আলম 
(আনাদলু এজেন্সির দক্ষিণ এশিয়া বিষায়ক গবেষক)

তুরস্ক ইরান গ্যাস বন্ধের ইস্যুতে কোনটা সত্য আর কোনটা মিথ্যা?

ইরান থেকে তুরস্কে দৈনিক গ্যাস সরবরাহের পরিমাণ ২৮.৫ মিলিয়ন। এই গ্যাস সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সরকার শিল্প কারখানায় গ্যাস সাপ্লাই বন্ধ করে দিতে বাধ্য হয়। বিভিন্ন জায়গায় স্বল্প সময়ের (২০-২৫ মিনিটের) লোডশেডিং হচ্ছে।
এই গ্যাস সমস্যা সমাধানে ইরানের প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন এরদোয়ান।
ঐদিকে এ নিয়ে চলছে প্রচুর তথ্য বিভ্রাট। ছড়ানো হচ্ছে বিভিন্ন ভুল তথ্য।
তাহলে সত্যটা কি? সত্যগুলো খোঁজার চেষ্টা করেছেন ও উত্তর দিয়েছেন আনাদলু এজেন্সির দক্ষিণ এশিয়া বিষায়ক গবেষক সারোয়ার আলম।

চলুন বাস্তবতা জেনে নেইঃ
১. তুরস্ক টাকা পরিশোধ করেনি তাই ইরান গ্যাস দিচ্ছে না। পরিশোধ করার মত টাকা তুরস্কের নেই।
(উত্তরঃ ভূল কথা। গ্যাসের টাকা পরিশোধ নিয়ে কোন সমস্যা নেই)
২. তুরস্ক ইসরাইলের গ্যাস নিয়ে আলোচনা করছে ইরান এ কারনে ক্ষেপেছে তাই গ্যাস বন্ধ করে দিয়ে তুরস্ককে হুঁশিয়ারি দিচ্ছে।
(উত্তরঃ এটাও হওয়ার সম্ভাবনা কম। কারণ এগুলো অনেক সস্তা রাজনীতি)
৩. ইরানেও প্রচুর ঠান্ডা পড়েছে। উৎপাদিত গ্যাস দিয়ে দেশের মধ্যের চাহিদা পূরণকরতেই হিমশিম খাচ্ছে তাই বাইরে সাপ্লাই বন্ধ করে দিয়েছে।
(উত্তরঃ কিছুটা ঔ সত্য। দেশটির জাতীয় গ্যাস সংস্থার সর্বশেষ গ্যাস উত্তোলন এবং ব্যাবহারের তথ্য দেখলে এই কথার সত্যতা খুঁজে পাওয়া যায়)

সবাই ভুল তথ্য থেকে সাবধান থাকুন এবং মিথ্যা থেকে দূরে থাকুন। নিজে ভুল তথ্য ছড়াবেন না কাউকে ভুল তথ্য ছড়াতেও দিবেন না।
Previous Post Next Post