লেখকঃ সারোয়ার আলম
(আনাদলু এজেন্সির দক্ষিণ এশিয়া বিষায়ক গবেষক)
ইউক্রেন নিয়ে আমেরিকার সাথে চলমান উত্তেজনার মধ্যেই তুরস্ক সফরে করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওদিকে আবার ইউক্রেন সফর করবেন এরদোয়ান।
উত্তেজনা কমাতে রাশিয়ার প্রস্তাবের লিখিত উত্তর দিয়েছে আমেরিকা। কিন্তু তাতে রাশিয়া সন্তুষ্ট হয়নি। কিছুদিন পরে সে লিখিত উত্তর জনসম্মুখে প্রকাশের ঘোষণাও দিয়েছে রাশিয়া।
পুতিন হুমকি দিয়ে বলেছেন যে আমেরিকা যদি রাশিয়ার দাবি না মেনে নেয় তাহলে রাশিয়া ল্যাটিন আমেরিকায় তার নৌবহর মোতায়েন করবে।
এদিকে জার্মানির পর এবার ক্রোয়েশিয়াও বেঁকে বসেছে। দেশটির প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাঁধলে এবং ন্যাটো তাতে যুক্ত হলে তার দেশ ন্যাটোর মধ্য থেকে সব সৈন্য ফেরত নিবে।
উল্লেখ্য, ন্যাটোতে মোট ৪৩৩ জন ক্রোয়েশিয়ান সৈন্য নিযুক্ত আছে। আর দেশটির মোট সৈন্য সংখ্যা ১৪,৫০৬ জন।