লেখকঃ সারোয়ার আলম
(আনাদলু এজেন্সির দক্ষিণ এশিয়া বিষায়ক গবেষক)
তুরস্কের রিজার্ভ |
তুরস্কের রিজার্ভ নাকি গত বছরের মাঝামাঝিতে ১২৫ বিলিয়ন ডলার থেকে এখন ৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে!
আসুন তাহলে দেখি দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রেকর্ড কী বলছে?
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসেব অনুযায়ী নভেম্বর মাসের মোট রিজার্ভ ছিল ১২৫.৫৯ বিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে ৭৮. ৫ বিলিয়ন ডলারের ফরেক্স (বৈদেশিক মুদ্রা) এবং ৩৯.৩ বিলিয়ন ডলারের স্বর্ণমুদ্রা।
৩১শে ডিসেম্বরে এসে এই ফরেক্স বা বৈদেশিক মুদ্রার পরিমাণ নেমে আসে ৭২ বিলিয়ন ডলারে। তাতে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ১২০ ডলার। আবার যদি ২০২১ জানুয়ারি-ডিসেম্বরের শুধু মাত্র ফরেক্স (স্বর্ণমুদ্রা ছাড়া) তুলানা করা হয় তাহলে দেখা যাবে জানুয়ারিতে তুরস্কের মোট ফরেক্স রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলারের কাছাকাছি যা ডিসেম্বরে এসে দাঁড়ায় ৭২ বিলিয়ন ডলারে।
সুতরাং তুরস্কের রিজার্ভ ১২৫ বিলিয়ন ডলার থেকে এখন ৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে মর্মে কেউ সংবাদ প্রকাশ করলে সে হয়তো জেনে শুনে মিথ্যা প্রচার করছে নয়ত না জেনে, না বুঝে ভুল করছে বলে ধরে নিবেন।