টারেট কি এবং কি কাজে ব্যবহৃত হয়

Turret (টারেট) মানে কি?
মেইন ব্যাটল ট্যাংক

স্থাপত্যবিদ্যার ভাষায় Turret (টারেট) মানে হলো ছোট্ট টাওয়ার! কোন স্থাপনার সাথে বাহ্যিকভাবে যুক্ত ছোট টাওয়ারকে টারেট বলা হয়! 

কিন্তু বর্তমান যুগে আমরা যতবার 'টারেট' শব্দটি শুনি ততবারই এর সাথে কোন না কোন অস্ত্রের নাম চলে আসে! যেমন ট্যাংক টারেট, গান টারেট, মিসাইল টারেট ইত্যাদি!

গান টারেট হলো কোন অস্ত্রের একটি মেকানিজম যা কোন গোলা বা ক্ষেপণাস্ত্রকে শূন্যে নিক্ষেপ করার কাজে ব্যাবহ্রত হয়! মেইন ব্যাটল ট্যাংক, সাঁজোয়া যুদ্ধযান, নৌযুদ্ধযান ইত্যাদি অস্ত্র ব্যাবস্থায় (ওয়েপন্স প্ল্যাটফর্ম) যুক্ত কামানসমূহ যে মেকানিজমের উপর বসানো থাকে তাকে টারেট বলি আমরা!

যেমন ট্যাংকের টারেটে একটি বড় কামান, সেকেন্ডারি অস্ত্র হিসেবে একটি হেভি মেশিনগান, স্মোক গ্রেনেড এবং বিভিন্ন রকমের সেন্সর যুক্ত থাকে। সাঁজোয়া যুদ্ধযান (এপিসি) সমূহে থাকা টারেট গুলোতে হালকা ক্যালিবারের (ম্যাক্সিমাম ক্ষেত্রে ৩০এমএম, ৪০এমএম ইত্যাদি) কামান বা গান যুক্ত করা হয়!

ন্যাভাল ওয়ারশিপ গুলোতে বিভিন্ন আকৃতির টারেট বসানো হয়। সেগুলোর মাঝে প্রধান অস্ত্র হলো মেইন ন্যাভাল গান টারেট, যাতে সর্বোচ্চ ১৩০ এম এম ক্যালিবারের কামানও থাকে! এছাড়াও ১২.৭এমএম থেকে ৩৫এমএম পর্যন্ত বিভিন্ন ক্যালিবারের ক্লোজ-ইন-ওয়েপন সিস্টেমের টারেট থাকে!

টেকনোলোজির ইম্প্রুভমেন্টের সাথেসাথে ওয়েপন্স টারেট সিস্টেমেরও ব্যাপক উন্নতি হয়েছে, হচ্ছে! এখনকার বেশীরভাগ টারেট রিমোট কন্ট্রোলড সিস্টেম! আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত টারেট! সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের প্রযুক্তি উন্নয়নে দুনিয়াতে সবচেয়ে টেকসই গবেষণা গুলো হয়! বিশ্বের উন্নত দেশগুলোর অনেক হাইটেক ডিফেন্স রিসার্চ প্রোগ্রামে অনেক বাংলাদেশী মেধাবী কাজ করছেন! আমরা যাদের নামও হয়তো শুনিনি!
Previous Post Next Post