KN-12 স্নাইপার রাইফেল |
চলতি মাসেই তুরস্কের সেনাবাহিনী তে সার্ভিসে আসছে তুরস্কের তৈরি প্রথম মাল্টি ক্যালিবারের স্নাইপার রাইফেল KN-12। এটি তুরস্কের ইতিহাসে প্রথম স্নাইপার রাইফেল যাতে একাধিক কার্টিজ ব্যবহার করা যাবে। তুরস্কের সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান MKE তুরস্কের সেনাবাহিনীর জন্য এটি তৈরি করেছে। এই অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের General Manager Yasin Akdere জানিয়েছেন কঠিন সব পরিবেশে এই KN-12 স্নাইপার রাইফেলের টেস্ট করা হয়েছে এবং ফিল্ড টেস্টে সফলভাবে উত্তীর্ণ হওয়া তে এটি বতর্মানে আনুষ্ঠানিক ভাবে সার্ভিসে আসার জন্য সম্পূর্ন তৈরি। উল্লেখ্য এর আগে তুরস্ক যতগুলো স্নাইপার রাইফেল তৈরি করতো তা ছিল সিঙ্গেল ক্যালিবারের অর্থাৎ কেবল একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ডের কার্টিজ বহন করতে পারতো। সেই সীমাবদ্ধতাটা এই KN-12 স্নাইপার রাইফেলে নেই।
KN-12 মূলত একটি বোল্ট অ্যাকশনের স্নাইপার রাইফেল যা ওজনে ৭.২ কেজি হয়ে থাকে এবং এতে 7.62×51mm ও নতুন 8.59×69mm কার্টিজ ব্যবহার করা হয়ে থাকে।
তবে বলা হচ্ছে ব্যারেল ম্যাকানিজমে কিছুটা পরিবর্তন করে নিলে এতে .338 Lapua Magnum কার্টিজ ব্যবহার করা যাবে। এতে ন্যাটো স্ট্যান্ডার্ড মানের টেলিস্কোপিং সাইট সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য এতে 8.59×69mm কার্টিজের জন্য ৫ রাউন্ড ও 7.62×51mm কার্টিজের জন্য ১০ রাউন্ড আলাদা ফিড সিস্টেম রয়েছে। KN-12 স্নাইপার রাইফেল দিয়ে নিখুঁতভাবে ১৫০০ মিটার দূরের টার্গেটে হিট করা সম্ভব।