ফ্রান্স–রাশিয়া উত্তেজনা

রাশিয়ার প্রেসিডেন্ড ভ্লাদেমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
পুতিন ও ম্যাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৃহস্পতিবার ফোনে কথা বলেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গণমাধ্যম বিবিসি মস্কোর দেওয়া বিবৃতির বরাতে জানিয়েছে, পুতিন ম্যাক্রোঁকে কড়া ভাষায় বলেছেন,
ইউক্রেনে যে লক্ষ্য নিয়ে তার সেনারা গেছে সে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তিনি থামবেন না।

পুতিনের ইউক্রেন হামলা করার লক্ষ্য হলো দেশটিকে অস্ত্রমুক্ত করা ও  অতি জাতীয়তাবাদীদের নির্মূল করা। 
পুতিন ও ম্যাক্রোঁর এ ফোনালাপ নিয়ে একটি বিবৃতি দিয়েছে ফ্রান্স। সেই বিবৃতি অনুযায়ী ম্যাক্রোঁ পুতিনকে হুঁশিয়ারি দিয়েছেন,
রাশিয়া যদি এখনই তাদের হামলা না থামায় তাহলে তারা সারাবিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তাদের ওপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হবে সেটির রেশ দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে।

ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, পুতিনকে ম্যাক্রোঁ বলেছেন,
আপনি নিজের সঙ্গেই প্রতারণা করছেন।  আর এটির জন্য আপনার দেশকে চরম মূল্য দিতে হবে। আপনার দেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। যেসব নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর আরোপ করা হয়েছে সেটির রেশ দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে। 

এদিকে ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে, 

ইউক্রেনের বর্তমান সরকার ও প্রেসিডেন্ট ভ্লদমির জেলনস্কিকে অবৈধ সরকার হিসেবে বিবেচনা করে রাশিয়া ও পুতিন। যদিও ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ৭৩ ভাগ ভোট পেয়ে জেলনস্কি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

[বিদ্রুপঃ আল-জাজিরা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।]

Previous Post Next Post