তুরস্ক কাউকে সহায়তা দিচ্ছে না ইউক্রেন তুরস্কের ড্রোন কিনেছে

বায়ারাক্তার টিবি-২
বায়ারাক্তার টিবি-২
রাশিয়ার দীর্ঘ সেনাবহর ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে অগ্রসর হচ্ছে। এই সেনাবহরে ইউক্রেনের বিমানবাহিনী তুরস্কের ড্রোন দিয়ে আক্রমণ চালাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর উঠে আসার পর প্রশ্ন উঠেছে, তুরস্ক ইউক্রেনকে ড্রোন সহায়তা দিয়েছে কিনা। 
তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি খোলাসা করেছেন। বৃহস্পতিবার তুরস্কের এই মন্ত্রী জানিয়েছেন, 
ইউক্রেন তাদের মনুষ্যবিহীন বায়ারাক্তার টিবি-২ ড্রোন কিনেছে, তাদেরকে সহায়তা দেওয়া হয়নি। 
তুরস্ক মূলত রাশিয়া এবং ইউক্রেন উভয়ের সঙ্গে সম্পর্ক রেখে চলে। রাশিয়ার সঙ্গে দেশটির প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তি রয়েছে। অন্যদিকে কিয়েভের সঙ্গে কৌশলগত সম্পর্ক রক্ষা করে চলে আঙ্কারা। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর তুরস্ক উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে। 
যুদ্ধে ইউক্রেন তুর্কি ড্রোন ব্যবহার করছে এ প্রসঙ্গে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী ইয়াভুজ সেলিম বলেন,
বেসরকারি প্রতিরক্ষা ইন্ডাস্ট্রি বিভিন্ন দেশের সঙ্গে ড্রোন বিক্রির চুক্তি করতে পারে। এটা তুরস্কের সহায়তা নয়, এই পণ্য তারা তুরস্কের কোম্পানি থেকে কিনেছে। এ সময় তিনি বলেন, শুধু ইউক্রেন নয়; প্রত্যেক দেশ ড্রোন কেনার জন্য লাইনে আছে। 
তুরস্কের ডেইলি সাবাহর খবরে বলা হয়েছে, গত বছর ইউক্রেন প্রাথমিকভাবে তুরস্কের কাছ থেকে ২০টি বায়ারাকতার ড্রোন কেনে। রুশ বাহিনীর বিরুদ্ধে তুর্কি ড্রোন ব্যবহার ইউক্রেন বেশ সফলতা পাচ্ছে বলে গণমাধ্যমে উঠে এসেছে।
[বিদ্রুপঃ তথ্য সংগ্রহ করা হয়েছে ডেইলি সাবাহ থেকে]
Previous Post Next Post