মধ্যপ্রাচ্যে জানা–অজানা নানা ঘটনা

লেখকঃ সারোয়ার আলম 
(আনাদলু এজেন্সির দক্ষিণ এশিয়া বিষায়ক গবেষক)
মধ্যপ্রাচ্যে জানা–অজানা নানা ঘটনা নিয়ে থাকছে মাসিক আয়েজন।

মধ্যপ্রাচ্যে জানা–অজানা নানা ঘটনা
মধ্যপ্রাচ্যের নানা ঘটনা
ব্যাপক পরিবর্তন আনা হতে পারে সৌদি আরবের সংবিধান ও পতাকায়।
সৌদি আরবের শুরা কাউন্সিল দেশটির পতাকা, রাষ্ট্রীয় প্রতীক এবং জাতীয় সঙ্গীত সিস্টেমে পরিবর্তন আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির অনলাইন পত্রিকা সাবাক। এই পরিবর্তন কি শুধু মাত্র এগুলো ব্যবহারবিধিতে হবে নাকি পতাকায় আমূল পরিবর্তন নিয়ে আসা হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। 
কয়েকদিন আগে আবার দেশটি তার প্রতিষ্ঠা দিবস এবং সন পরিবর্তন করেছে। এতদিন ধরে আমরা জানতাম সৌদি আরবের জন্ম হয়েছে উসমানীয় সম্রাজ্য ভেঙ্গে যাওয়ার পর। সে অনুযায়ী দেশটির জন্মসাল ২৩শে সেপ্টেম্বর ১৯৩২। কিন্তু এখন নতুন আইনে এই জন্মসাল দুইশ বছর পিছিয়ে ২২শে ফেব্রুয়ারি ১৭৭২ সালে নিয়ে যাওয়া হয়েছে।

আরব আমিরাতে অস্ত্র বিক্রি করতেই কি হুথিদের হামলা?
গত কয়েক সপ্তাহ ধরে আরব আমিরাতে অপ্রত্যাশিতভাবে ইয়েমেনই হুথি বিদ্রোহীরা ড্রোন হামলা করছে বলে খবর আসছে। এই হামলায় আমেরিকার মহাকাশ  এবং অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি Raytheon Technologies মহা খুশি। কোম্পানিটির CEO Gregory J. Hayes বলেছেন, "ঐ হামলার পরে আমিরাতে তাদের অস্ত্র বিক্রি বাড়ছে।"
অনেক প্রশ্ন আছে এখানে?

কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল থানি আমেরিকা সফর করেছেন।
বাইডেনের সাথে বৈঠক করেছেন। আমেরিকার বোয়িং কোম্পানি থেকে ২৫ T–737MAX যাত্রীবাহী বিমান এবং ৩৪ T–777X কার্গো বিমান কেনার চুক্তি হয়েছে কাতার এয়ারলাইন্সের সাথে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কাতারকে ন্যাটোর বাইরে প্রধান মিত্রদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন। সম্ভাব্য ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কাতার যেন ইউরোপকে পর্যাপ্ত পরিমাণ LNG  গ্যাস সাপ্লাই দেয় সে বিষয়েও আলোচনা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ানের আরব আমিরাত সফরের দিন তারিখ ঠিক হয়েছে।
ফেব্রুয়ারির ১৪-১৫ তারিখ দুই দিনের সফরে আমিরাত যাবেন তিনি। এদিকে ইসরাইলের রাষ্ট্রপতির তুরস্ক সফর করার কথা শোনা যাচ্ছে। এখনো দিন তারিখ নির্দিষ্ট হয়নি। তাই এই সফর হবে কি না এখনো বলা যাচ্ছে না। ওদিকে এরদোয়ানের ফেব্রুয়ারিতে সৌদি সফর স্থগিত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।

ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি কয়েকদিন আগে রাশিয়া সফর করেছেন।
সেখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার পক্ষে ইরানের অবস্থান নেয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। এর মাধ্যমে ইরানের পারমানবিক অস্ত্র প্রোগ্রাম নিয়ে পশ্চিমাদের সাথে যে আলোচনা চলছে সেখানে নিজের অবস্থানকে শক্তিশালী করতে চাইছে ইরান। ইরানের সাথে পশ্চিমাদের এই চুক্তি হলে বেকায়দায় পরবে সৌদি আরব।

২০২২ সালটিও মধ্যপ্রাচ্যে নতুন অনেক ঘটনার জন্ম দিবে।
অপেক্ষা করে দেখতে থাকুন।

আর মিথ্যা খবর না দেখে সত্য জানতে আমাদের সাথেই থাকুন। আপনি যদি লেখক হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। 
Previous Post Next Post