রাশিয়া–ইউক্রেন উত্তেজনার মাঝে রাশিয়ার প্রতি ইরানের সমর্থন ঘষোণা

লেখকঃ সারোয়ার আলম 
(আনাদলু এজেন্সির দক্ষিণ এশিয়া বিষায়ক গবেষক)


রাশিয়া–ইউক্রেন উত্তেজনার মাঝে রাশিয়ার প্রতি ইরানের সমর্থন ঘষোণা
ইরান-রাশিয়া মৈত্র 

ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি কয়েকদিন আগে রাশিয়া সফর করেছেন।

সেখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার পক্ষে ইরানের অবস্থান নেয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

এর মাধ্যমে ইরানের পারমানবিক অস্ত্র প্রোগ্রাম নিয়ে পশ্চিমাদের সাথে যে আলোচনা চলছে সেখানে নিজের অবস্থানকে শক্তিশালী করতে চাইছে ইরান।

ইরানের সাথে পশ্চিমাদের এই চুক্তি হলে বেকায়দায় পরবে সৌদি আরব।

Previous Post Next Post