করোনার আক্রমণ বাড়লেই প্রথমে আসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের চিন্তা। সবার আগেই আলোচনায় আসে স্কুল কলেজ কবে বন্ধ হবে।
তুরস্কে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা ৮০,০০০ (আশি হাজারের) বেশি। সরকার কোন কিছু বন্ধ করছে না, করার চিন্তাভাবনাও নেই।
এরই মধ্যে একটা অনুষ্ঠানে তুরস্কের শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়, "করোনার প্রভাব যে হারে বাড়ছে তাতে শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়) কবে বন্ধ করা হবে? অর্থাৎ স্ব-শরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ করে আবার অনলাইন পাঠদান পদ্ধতিতে কবে যাবে?"
উত্তরে শিক্ষা মন্ত্রী বলেন, "আমি বুঝতে পারছি না কেন করোনার চাপ সবার আগে শিক্ষাখাতে আসবে। হোটেল রেস্টুরেন্ট, পার্ক, খেলার মাঠ, পর্যটন, কন্সার্ট সবকিছু চালু থাকলে কেন স্কুল কলেজ বন্ধ রাখতে হবে। আমরা স্ব-শরীরে শিক্ষা কার্যক্রম চালু রাখবো এটাই শেষ কথা।"