লেখকঃ সরোয়ার আলম, আনাদলু এজেন্সি দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক
![]() |
চিত্রঃ তুরকিশ হাউস বা Turkevi |
তুরস্কের কনস্যুলেট অফিস, জাতিসঙ্গের স্থায়ী প্রতিনিধির অফিস সহ আরও অনেক তুর্কি সংস্থার অফিস থাকবে এখানে। ২৯১ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই ভবনটিকে আমেরিকার মাটিতে এরদোয়ানের আরেকটি সিল/ স্বাক্ষর হিসেবে গণ্য করা হয়। অনেকেই একে সারা বিশ্বে তুরস্কের সবচেয়ে মর্যাদাপূর্ণ ভবন বলে মনে করেন। অনেকে বলেন আগামীর বিশ্বে তুরস্কের নিজের অবস্থানকে শক্ত করার যে প্রায়াস তারই অংশ এই বিল্ডিং।
তবে এর সমালোচকও নেহায়েত কম না। তাদের মতে, যখন দেশে অর্থনৈতিক সমস্যায় মানুষের নাভিশ্বাস তখন এতো লোক দেখানো খরচের দরকার কী? অনেকে আবার বলেন, এই ভবনের খরচ দিয়ে তুরস্কে অন্তত ২-৩শো ছাত্রাবাস করা যেতো। এখন ছাত্ররা ছাত্রাবাসে জায়গা খুঁজে পাচ্ছে না। বাসা ভাড়া বেড়ে যাওয়ায় তারা বাসাও ভাড়া করতে পারছে না। সুত্ররাং ছাত্রাবাস করলে আরও ভালো হত। মন্তব্যঃ বিদেশের মাটিতে নিজের মান মর্যাদা রক্ষায় সুন্দর ভবনের যেমন দরকার তার চেয়েও বেশি দরকার সেই ভবনকে অধিক দক্ষতার সাথে ব্যবহার করা। দেশের স্বার্থে কাজ করে প্রতিটা ইটের মূল্য কড়ায় গণ্ডায় উসুল করতে পারলেই এই ভবন তৈরি সার্থক হবে।
স্যার সারোয়ার আলমের ইউটিউব চ্যানেল লিংকঃ https://youtube.com/c/SorwarAlam