মিশর ২৪টি টাইফুন যুদ্ধবিমান ও ৪টি ফ্রেম ফ্রিগেট যুদ্ধজাহাজ কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

টাইফুন যুদ্ধবিমান
টাইফুন যুদ্ধবিমান

মিশর তাদের ইতিহাসে সবচেয়ে বড় সমরাস্ত্র ক্রয়ের চুক্তি করতে যাচ্ছে ইতালির সাথে এবং একোই সাথে ২য় বিশ্বযুদ্ধের পর ইতালি সবচেয়ে বড় সমরাস্ত্র রপ্তানির অর্ডার পেতে যাচ্ছে মিশরের কাছ থেকে। মিশর ইতালির কাছ থেকে যেসব সমরাস্ত্র ক্রয় করবে তার একটি তালিকা চূড়ান্ত করে ইতালির কাছে ইতিমধ্যে পাঠানো হয়েছে বলে মিশরের পক্ষ থেকে জানানো হয়েছে।

মিশর ও ইতালি উভয় দেশ আশা করছে খুব শীঘ্রই এই দেশ দুটি বৃহত্তম এই সামরিক চুক্তি তে সই করবে। মিশর ও ইতালির মধ্যে এই সমরাস্ত্র ক্রয় সংক্রান্ত চুক্তিটি হবে ১০-১২ বিলিয়ন মার্কিন ডলারের।


একনজরে দেখে নেয়া যাক মিশরের ইতিহাসে সবচেয়ে বড় সমরাস্ত্র ক্রয়ের তালিকাঃ
  • ২৪টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান।
  • ২০টি M-346 ট্রেইনার জেট।
  • ৪টি ইতালিয়ান ফ্রেম ফ্রিগেট যুদ্ধজাহাজ।
  • ২০টি Falaj-2 স্টিলথ পেট্রোল বোট।
  • এবং ১টি গোয়েন্দা স্যাটেলাইট।
ইতালিয়ান ফ্রেম ফ্রিগেট এবং ফালাজ-২ স্টিলথ পেট্রোল বোট।
ইতালিয়ান ফ্রেম ফ্রিগেট

ইতালির কাছ থেকে উল্লেখিত এইসকল সমরাস্ত্র ক্রয় করতেই মিশর কে ব্যায় করতে হবে অন্তত ১০-১২ বিলিয়ন মার্কিন ডলার। তবে এর মধ্যে শুধুমাত্র ২৪টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনতে মিশরের ব্যায় হবে মাত্র ৩ বিলিয়ন মার্কিন ডলার।

ইতালির সাথে এই সমরাস্ত্র ক্রয়ের চুক্তি হলে এবং উল্লেখিত সমরাস্ত্র যখন মিশরের সশস্ত্র বাহিনী তে যুক্ত হবে তখন মিশরের সামরিক শক্তি কয়েকগুন বৃদ্ধি পাবে তা নিঃসন্দেহে বলাই যায়।

Previous Post Next Post