চিত্রঃ মোসাদ গুপ্তচর |
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের ১৫ জন গুপ্তচরকে গ্রেফতার করলো তুরস্ক।
গোয়েন্দা সংস্থা MIT অনেক দিন ধরে পর্যবেক্ষণে রেখেছিল কিছু সন্দেহভাজন সিরিয়ার এবং ফিলিস্তিনি নাগরিকদের। এরই ধারাবাহিকতায় গ্রেফতার করা হয় ১৫ জন ফিলিস্তিনি এবং সিরিয়ার নাগরিককে। তারা মোসাদের হয় গুপ্তচরবৃত্তি করতো তুরস্কে। তুরস্কে শিক্ষারত ফিলিস্তিনি এবং সিরিয়ার ছাত্রছাত্রীদের কর্মকাণ্ডের গোপনে নজরদারি করত এবং তারা কোথায় কী করে সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে মোসাদের কাছে এবং জার্মানিতে পাঠাতো।
কিছু দিন আগে তুরস্কের গোয়েন্দারা ইরানের ২ জন গুপ্তচরকেও গ্রেফতার করে সীমান্তবর্তী ভান শহর থেকে।