রাশিয়া ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দখলে নিয়েছে

জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন
জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন
জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। এখানে ৫৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যা ইউক্রেনের মোট বিদ্যুৎ উৎপাদনের এক-পঞ্চমাংশ। 
এর আগে রাশিয়ার সৈন্যদের হামলায় বিদ্যুৎ কেন্দ্রটির একটি ভবনে আগুন ধরে যায়। যদিও পরে সেটি নেভানো হয়। বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে রাশিয়া এবং ইউক্রেন সৈন্যদের মাঝে ব্যাপক সংঘাত হয়। 
পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 
ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার খবরে এশিয়ার শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। জাপানের নিককেই শেয়ার বাজারে সূচক পড়ে গেছে ২.৫ শতাংশ এবং হংকং শেয়ার বাজারে সূচক পড়ে গেছে ২.৬ শতাংশ
আমেরিকার জ্বালানী মন্ত্রী জেনিফার গ্র্যানহোম জানিয়েছেন, তার দেশ নিউক্লিয়ার রেসপন্স টিম (যারা পরমাণু শক্তি নিয়ে কাজ করে) তৈরি রাখবে। ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার পরে টুইটারে এক বার্তায় এ কথা জানিয়েছেন মার্কিন জ্বালানী মন্ত্রী।
Previous Post Next Post