ভারতের একটি অত্যাধুনিক সাবমেরিন পাকিস্তানের পানিসীমায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে দাবি ইসলামাবাদের। পাকিস্তানের সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার এ দাবি করেছে। খবরটি নিশ্চিত করেছে দ্যা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্যা ডন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বা ISPR এর মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার বলেছেন,
গত মঙ্গলবার ভারতের কলভেরি ক্লাসের আধুনিক একটি সাবমেরিনকে পানিসীমা লঙ্ঘনের অনুমতি দেয়নি পাকিস্তানের নৌবাহিনীর সেনারা। গত পাঁচ বছরের মধ্যে এটি এ ধরণের চতুর্থ ঘটনা। পাঁচ মাস আগেও পাকিস্তান ভারতের একটি সাবমেরিনকে তাদের পানিসীমায় প্রবেশের সময় বাধা দেয়। পাকিস্তানি বাহিনীর বাধার মুখে সাবমেরিনটি গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়।
তবে, এ ব্যাপারে ভারতের পক্ষে থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি